Print Date & Time : 6 May 2025 Tuesday 10:10 pm

জর্জিয়ায় বোমা আতঙ্কে আধঘণ্টার জন্য ভোট কেন্দ্র খালি

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের জর্জিয়ার ফুলটন কাউন্টির অন্তত পাঁচটি ভোট কেন্দ্রে বোমা থাকার গুজব শোনা গেছে বলে জানিয়েছে সিবিএস। যদিও পরবর্তীতে সেখানে বোমার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

কাউন্টির নিবন্ধন ও নির্বাচনের পরিচালক নাদিন উইলিয়ামস বলেছেন, হুমকির কারণে এই সুইং স্টেটে প্রায় আধাঘণ্টা জন্য দু’টি স্থান সাময়িক সময়ের জন্য খালি করে দেয়া হয়েছিল।

মঙ্গলবার সকালে জর্জিয়ার ফুলটন কাউন্টির একটি ভোট কেন্দ্রে অবিশ্বাসযোগ্য বোমা হামলার হুমকি পাওয়া গেছে। এ তথ্য জানিয়েছে বিবিসির মার্কিন মিডিয়া পার্টনার সিবিএস।

আটলান্টার কাউন্টি শহরটির কর্মকর্তারা এখন ভোটের সময় সাড়ে ৯টা পর্যন্ত বাড়াতে আদালতে আবেদন করেছেন।

এর আগে পেনসিলভানিয়ার ক্যামব্রিয়ায় প্রযুক্তিগত কারণে কিছু সময়ের জন্য ভোটগ্রহণ বন্ধ ছিল। সেখানেও কিছু সময়ের জন্য ভোটের সময়সীমা বাড়াতে আদালতের আদেশের জন্য আবেদন করেছেন কর্মকর্তারা।

খবর : বিবিসি