Print Date & Time : 3 August 2025 Sunday 10:55 pm

জবাব দিচ্ছে ইরান, ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ডেস্ক রিপোর্ট: ইসরাইলের হামলার জবাব দিচ্ছে ইরান। কিছুক্ষণ আগে ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, সেগুলো লক্ষ্যভ্রষ্ট করতে কাজ করছে। খবর বিবিসি ও আল–জাজিরা, রয়টার্সের।

ইসরাইলের জনগণকে সুরক্ষিত জায়গায় যাওয়ার নির্দেশনা দেওয়ার কথাও জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

এদিকে ইরানের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, ইরানের পক্ষ থেকে ইসরাইলকে জবাব দেওয়া শুরু হয়েছে। ইসরাইলকে লক্ষ্য করে কয়েক শ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

তেল আবিবে অন্তত ৫ জন আহত

এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের তেল আবিব শহরের অন্তত ৫ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিবিসি জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের তেল আবিব শহরের অন্তত ৫ জন আহত হয়েছে। ইসরাইলের ন্যাশনাল অ্যাম্বুলেন্স সার্ভিসের বরাত দিয়ে জানানো হয়েছে, ৫ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

ইসরাইলের তেলআবিবে শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন। তেল আবিব ও জেরুজালেমে সাইরেনের শব্দ শোনা গেছে। তেল আবিবে আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

ইসরাইলের দুটি যুদ্ধবিমান ভূপাতিত, পাইলটকে আটক

ইসরাইলের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। সেই সঙ্গে যুদ্ধবিমানের একজন পাইলটকেও আটকের দাবি করেছে তেহরান। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

তবে ইসরাইলের পক্ষ থেকে এমন দাবি খারিজ করে দেওয়া হয়েছে। ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র অ্যাভিকচে আদ্রেয়ি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বলেন, ইরানের সংবাদমাধ্যম মিথ্যা বলেছে।