ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জনসমর্থনের দিক থেকে আবারও এগিয়ে গেলেন ডেমোক্র্যাটদলীয় সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিস। রয়টার্স/ইপসোসের নতুন এক জরিপ থেকে এ তথ্য জানা গেছে।
প্রেসিডেন্ট জো বাইডেন প্রার্থিতা প্রত্যাহার করার পর আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদে ডেমোক্রেটিক পার্টি থেকে মনোনয়ন-দৌড়ে সামনে চলে আসেন ভাইস প্রেসিডেন্ট কমলা। প্রার্থিতা প্রত্যাহারের আগের কয়েক সপ্তাহে জনমত জরিপে ট্রাম্পের চেয়ে পিছিয়ে ছিলেন বাইডেন। তবে কমলা সেই ব্যবধান কমিয়ে এরই মধ্যে ট্রাম্পকে টপকে গেছেন।
সর্বশেষ জরিপটি চলে তিন দিন ধরে। গত রোববার ছিল জরিপের শেষ দিন। ফলাফলে দেখা যায়, ভাইস প্রেসিডেন্ট কমলা ৪৩ শতাংশ নিবন্ধিত ভোটারের সমর্থন পেয়েছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পেয়েছেন ৪২ শতাংশ সমর্থন। অর্থাৎ এক শতাংশ পয়েন্ট ব্যবধানে কমলা এগিয়ে গেছেন।
রয়টার্স/ইপসোসের গত সপ্তাহের জরিপেও কমলা এগিয়ে ছিলেন। কমলা ও ট্রাম্প যথাক্রমে ৪৪ ও ৪২ শতাংশ সমর্থন পেয়েছিলেন।
বয়সের কারণে পার্টির ভেতর থেকেই চাপের মুখে এবারের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান ৮১ বছর বয়সী বাইডেন। সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার সময় তিনি নিজের ভাইস প্রেসিডেন্ট কমলার প্রতি সমর্থন জানিয়ে যান।
গত ১০ দিনে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রার্থী হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় নিজের অবস্থান সুসংহত করেছেন কমলা। অনুদান ও প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে অনুমোদনের ঢেউয়ে ভাসছেন তিনি। সামগ্রিকভাবে, গত মাস থেকেই ভোটারদের পছন্দের তালিকায় উঠে আসতে শুরু করেন কমলা।
সর্বশেষ জরিপে দেখা গেছে, ৪৬ শতাংশ ভোটার কমলাকে পছন্দ করেন। আর ৫১ শতাংশ ভোটার তাঁকে পছন্দ করেন না। এর আগে ২ জুলাই প্রকাশিত জরিপে দেখে গিয়েছিল, ৪০ শতাংশ ভোটারের পছন্দের তালিকায় রয়েছেন কমলা। সেবার ৫৭ শতাংশ ভোটার তাঁকে অপছন্দ করেছিলেন।
একই সময়ে ট্রাম্পের জনপ্রিয়তায় সামান্যই পরিবর্তন হয়েছে। সর্বশেষ জরিপে দেখা গেছে, ৪১ শতাংশ নিবন্ধিত ভোটার ট্রাম্পকে পছন্দ করেন, অপছন্দ করেন ৫৬ শতাংশ ভোটার।
জরিপে ভোটাররা অর্থনীতি, অভিবাসন ও অপরাধ বিষয়ে ট্রাম্পের পরিকল্পনাকে বেশি পছন্দ করছেন। আর স্বাস্থ্যসেবা বিষয়ে কমলার পরিকল্পনা তাঁদের কাছে বেশি পছন্দ।
২৬ থেকে ২৮ জুলাই অনলাইনে এ জরিপ পরিচালিত হয়। যুক্তরাষ্ট্রের ১ হাজার ২৫ জন নিবন্ধিত ভোটার জরিপে অংশ নেন। তাঁদের মধ্যে ৮৭৬ জন নিবন্ধিত ভোটার ছিলেন।

Discussion about this post