ডেস্ক রিপোর্ট: জন্মহার বাড়াতে এক যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে চীন সরকার। তিন বছরের কম বয়সী প্রতিটি শিশুর জন্য বার্ষিক ৩,৬০০ ইউয়ান (প্রায় ৫০০ মার্কিন ডলার বা ৪০ হাজার টাকা) নগদ ভর্তুকি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। এটি চীনের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে এমন কোনো ভর্তুকি চালু করা হলো, যা প্রায় ২ কোটি পরিবারকে শিশু প্রতিপালনে আর্থিক সহায়তা দেবে বলে আশা করা হচ্ছে।
নতুন এই স্কিম অনুযায়ী, প্রতিটি শিশুর জন্য পরিবারগুলো সর্বোচ্চ ১০,৮০০ ইউয়ান পর্যন্ত ভর্তুকি পাবে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, এই নীতি ২০২৪ সালের শুরু থেকে কার্যকর ধরা হবে, অর্থাৎ এটি পূর্ববর্তী সময়ের জন্যও প্রযোজ্য হবে। বিশেষ করে, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে জন্ম নেওয়া শিশুরা আংশিক ভর্তুকির জন্য আবেদন করতে পারবে। এটি মূলত জন্মহার বাড়াতে স্থানীয় সরকারগুলোর বিভিন্ন উদ্যোগেরই একটি সম্প্রসারণ।
প্রায় এক দশক আগে বিতর্কিত ‘এক-সন্তান নীতি’ বাতিল করার পরও চীনে জন্মহার ক্রমাগত হ্রাস পাচ্ছে, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটিকে ভয়াবহ জনসংখ্যাগত সংকটের মুখে ঠেলে দিয়েছে। এই সংকট মোকাবিলায় চীনের বিভিন্ন প্রদেশে ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে নগদ সহায়তার বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল।
যেমন, গত মার্চে চীনের উত্তরের শহর হোহোট তিনটি বা তার বেশি সন্তান থাকা দম্পতিদের প্রতিটি শিশুর জন্য ১ লাখ ইউয়ান পর্যন্ত ভর্তুকি দেওয়ার ঘোষণা দেয়। বেইজিংয়ের উত্তর-পূর্বে অবস্থিত শেনইয়াং শহরে, তৃতীয় সন্তানের বয়স তিন বছরের কম হলে পরিবারগুলোকে প্রতি মাসে ৫০০ ইউয়ান করে সহায়তা দেওয়া হচ্ছে।
এছাড়াও, গত সপ্তাহে বেইজিং সরকার স্থানীয় প্রশাসনগুলোকে বিনামূল্যে প্রাক-প্রাথমিক শিক্ষাব্যবস্থা চালু করার পরিকল্পনা তৈরি করতে বলেছে।
চীনের ইউওয়া পপুলেশন রিসার্চ ইনস্টিটিউটের এক গবেষণায় দেখা গেছে, শিশু লালনপালনে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশগুলোর একটি হলো চীন। গবেষণা অনুযায়ী, চীনে একটি শিশুকে ১৭ বছর পর্যন্ত বড় করতে গড়ে ৭৫,৭০০ মার্কিন ডলার খরচ হয়।
চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা হ্রাস পেয়েছে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, ২০২৪ সালে দেশটিতে জন্ম হয়েছে মাত্র ৯৫ লাখ ৪০ হাজার শিশুর। যদিও এটি আগের বছরের তুলনায় কিছুটা বেশি, তবে সামগ্রিকভাবে চীনের জনসংখ্যা হ্রাস পাচ্ছে। বর্তমানে চীনের জনসংখ্যা প্রায় ১.৪ বিলিয়ন বা ১৪০ কোটির কাছাকাছি, তবে এই বিশাল জনসংখ্যা দ্রুত বার্ধক্যের দিকে এগোচ্ছে, যা বেইজিংয়ের জন্য আরও বড় জনসংখ্যাগত উদ্বেগ তৈরি করছে।
খবর : বিবিসি

Discussion about this post