ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনে ছুরিকাঘাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন একজন। সোমবার ম্যানহাটনের পৃথক তিনটি স্থানে এক ব্যক্তি ছুরিকাঘাতের এই ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।
নিউইয়র্কের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ছুরি দিয়ে হামলা চালানোর অভিযোগে ৫১ বছর বয়সী সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
এদিকে এই বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, ছুরিকাঘাতের শিকার দুই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। ছুরিকাঘাতে আহত তৃতীয় ব্যক্তি একজন নারী। তাকে নিউইয়র্কের জাতিসংঘের প্রধান কার্যালয়ের নিকটবর্তী স্থানে আঘাত করা হয়। গুরুতর আহত এ নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনায় হতাহতদের নাম প্রকাশ করা হয়নি। তবে প্রথম হামলার শিকার ও নিহত ব্যক্তির বয়স ২৬ বছর। তিনি একজন নির্মাণ শ্রমিক। দ্বিতীয় হামলার শিকার ব্যক্তির বয়স ৬৮ বছর। ইস্ট রিভারে মাছ ধরার সময় তাঁকে আঘাত করা হয়। তিনিও মারা গেছেন।
দ্বিতীয় ঘটনার প্রায় দুই ঘণ্টা পর জাতিসংঘের প্রধান কার্যালয়ের নিকটবর্তী স্থানে ৩৬ বছর বয়সী এক নারীকে ছুরিকাঘাত করা হয়। এক ট্যাক্সি চালক এ ঘটনা দেখে পুলিশকে খবর দেন। এরপর পুলিশ সন্দেহভাজন অভিযুক্তকে গ্রেপ্তার করেন।
এদিকে নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বিষয়টি নিয়ে সাংবাদিকদের বলেছেন, হামলাকারী একজন গৃহহীন ব্যক্তি। সম্প্রতি এক ফৌজদারি মামলায় তার সাজা হয়েছে।
যদিও হামলার উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত ব্যক্তি কোনোরকমের প্ররোচনা ছাড়াই হামলা চালিয়েছেন।

Discussion about this post