Print Date & Time : 20 April 2025 Sunday 12:38 pm

‘চূড়ান্ত ডাক’ ইমরান খানের, ইসলামাবাদে আগামী ২ মাস জারি থাকবে ১৪৪ ধারা

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী দুই মাসের জন্য ১৪৪ ধারা জারি করেছে দেশটির সরকার। আগামী ২৪ নভেম্বর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পুরো পাকিস্তান জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এই আন্দোলনকে ‘চূড়ান্ত ডাক’ হিসেবে অভিহিত করেছেন।

সোমবার (১৮ নভেম্বর) পাকিস্তান ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ডন’র এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২৪ নভেম্বর দেশেব্যাপী আন্দোলনের ‘চূড়ান্ত ডাক’ দিয়ে বলেন, চুরি হওয়া ম্যান্ডেট, অন্যায় গ্রেপ্তার এবং ২৬তম সংশোধনী (তার ভাষায় ‘একটি স্বৈরাচারী শাসনকে শক্তিশালী করেছে), এসবের বিরুদ্ধে এই প্রতিবাদ আয়োজন করা হচ্ছে।

ইমরান খান তার দল ও সমর্থকদের জন্য এই প্রতিবাদকে একটি ‘অগ্নিপরীক্ষা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি দেশের আইনজীবী সম্প্রদায়, সিভিল সোসাইটি এবং প্রবাসী সমর্থকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

এদিকে ইসলামাবাদ জেলা ম্যাজিস্ট্রেট উসমান আশরাফের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু গোষ্ঠী বেআইনি সমাবেশের পরিকল্পনা করছে, যা ‘শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করতে পারে’। এ নির্দেশনার অধীনে রাজধানীতে পাঁচ বা তার বেশি মানুষের জনসমাগম নিষিদ্ধ করা হলো।