Print Date & Time : 21 April 2025 Monday 4:25 am

চুক্তির প্রথম ধাপে ৭৩৭ ফিলিস্তিনিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল

ডেস্ক রিপোর্ট: গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির প্রথম ধাপের অংশ হিসেবে ৭৩৭ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েলের বিচার মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, কারা বিভাগের হেফাজতে থাকা ৭৩৭ জন বন্দির মুক্তির অনুমোদন দিয়েছে সরকার।

ফিলিস্তিনি বন্দি-বিষয়ক কমিশন এবং ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির মতে, যুদ্ধের শেষ ১৫ মাসে গাজায় গ্রেপ্তার হওয়া বন্দিসহ বর্তমানে ইসরায়েলি কারাগারে ১০ হাজার ৪০০ ফিলিস্তিনি রয়েছে। তাদের কেউ কেউ কয়েক দশক ধরে বন্দি রয়েছেন।

টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, আল-আকসা শহীদ ব্রিগেডের কমান্ডার এবং উত্তর ইসরায়েলে ২০২১ সালের কারাগার ভাঙার সঙ্গে যুক্ত জাকারিয়া জুবেইদিও চুক্তির আওতায় মুক্তি পেতে প্রস্তুত।

ইসরায়েলের বিচার মন্ত্রণালয়ের তালিকায় বলা হয়েছে, জুবেইদি পশ্চিম তীরের উত্তরাঞ্চলে তার নিজ শহর জেনিনে ফিরে যাবেন।

এর আগে, গত বছর এক ড্রোন হামলায় জুবেইদির ছেলে মোহাম্মদকে হত্যা করে ইসরায়েলি বাহিনী।