ডেস্ক রিপোর্ট: চীনের পূর্বাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছে। এ ছাড়া ছয়জন এখনো নিখোঁজ রয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।
বেইজিং থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে শানডং প্রদেশের গাওমি শহরে স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ইউডাও কেমিক্যাল কারখানায় এ বিস্ফোরণ ঘটে বলে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে।
বেইজিংভিত্তিক সংবাদপত্র শিনজিংবাও প্রচারিত ভিডিওতে দেখা যায়, একটি শিল্প এলাকার ওপর ধূসর ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উঠছে, একটি শিল্প অঞ্চলে আগুন লেগেছে এবং দোকানের জানালা ভেঙে গেছে।
সিনহুয়া জানিয়েছে, বিস্ফোরণে পাঁচজন প্রাণ হারিয়েছে, ছয়জন নিখোঁজ রয়েছে এবং আরও ১৯ জন সামান্য আহত হয়েছে।
চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বিস্ফোরণস্থলে ৫৫টি যান ও ২৩২ জন উদ্ধারকর্মী পাঠানো হয়েছে।
অনলাইন সংবাদমাধ্যম দ্য পেপার জানিয়েছে, ইউডাও কেমিক্যাল নামের প্রতিষ্ঠানটি কম বিষাক্ত কীটনাশক উৎপাদন করে এবং প্রতিষ্ঠানটির ১১৬ একর এলাকাজুড়ে প্রায় ৩০০ কর্মী কাজ করেন।
চীনে শিল্প দুর্ঘটনা প্রায়ই ঘটে, যেখানে অগণিত কারখানায় নিরাপত্তা মানদণ্ড যথাযথভাবে মানা হয় না। ২০১৫ সালে তিয়ানজিন বন্দরে দাহ্য রাসায়নিক ভর্তি গুদামে বিস্ফোরণে ১৭০ জনেরও বেশি মানুষ নিহত ও ৭০০ জন আহত হয়েছিল।

Discussion about this post