ডেস্ক রিপোর্ট: চীনের সম্ভব্য হামলা মোকাবিলায় নতুন পদক্ষেপ নিয়েছে প্রতিবেশি দেশ তাইওয়ান। বার্ষিক মহড়ার অংশ হিসেবে ব্যাপক সামরিক প্রশিক্ষণ চালাল দেশটি।
বুধবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পেনঘু দ্বীপে ‘লাইভ ফায়ার ড্রিল’ চালায় তাইপের সেনারা। ‘হান কুয়াং’ নামের এই সামরিক মহড়ায় এবার সত্যিকারের যুদ্ধের আদলে সেনাদের প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রতিকূল পরিবেশ এবং শত্রুপক্ষের হামলা চালকালে কীভাবে ট্যাংক নিয়ে অগ্রসর হতে হয়; সেই প্রশিক্ষণও দেওয়া হয়। এছাড়াও শেখানো হয় মিসাইল হামলা প্রতিহতের কৌশলও।
চীনের সম্ভাব্য হামলা মোকাবিলায় তাইওয়ানের এই প্রস্তুতি। প্রতিবছর, চীনের নিকটবর্তী দ্বীপগুলোয় এমন লাইভ ফায়ার ড্রিলের আয়োজন করে তাইওয়ান।

Discussion about this post