Print Date & Time : 10 September 2025 Wednesday 2:50 pm

চীনের দিকে আগাচ্ছে সুপার টাইফুন ‘ইয়াগি’

ডেস্ক রিপোর্ট: চীনের দিকে এগিয়ে আসছে সুপার টাইফুন ইয়াগি। এর প্রভাবে ইতোমধ্যে দেশটির উপকূলীয় অঞ্চলে তীব্র বাতাস ও বৃষ্টিাত শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবারে এটি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (০৫ সেপ্টম্বর) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে এটির অবস্থান ছিল কেন্দ্রস্থল গুয়াংডং প্রদেশের ঝানজিয়াং শহর থেকে এটি ৬১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।এটি ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশের দিকে অগ্রসর হচ্ছে। এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন হতে যাচ্ছে এটি।

আবহাওয়াবিভাগ জানিয়েছে, গুয়াংডং এবং হাইনান প্রদেশে টাইফুনের সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়তে পারে। কিয়ংহাই এবং দিয়ানবাইয়ে ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।

এরইমধ্যে হাইনান প্রদেশে ট্রেন ও নৌ চলাচল স্থগিত করা হয়েছে। এছাড়া হাইকো বিমানবন্দরেরবৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে। এমনকি সমুদ্রসৈকত ও পর্যটনকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, হংকং এবং ম্যাকাওসহ চীনের দক্ষিণাঞ্চলের সব প্রতিষ্ঠান টাইফুনের কারণে বন্ধ করা হয়েছে। অঞ্চলজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উপকূলীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, টাইফুন ইয়াগি শুক্রবার সকালের মধ্যে হংকংয়ের দক্ষিণ পশ্চিমে আঘাত হানতে পারে। এ সময়ে এটির গতিবেগ ৩০০ কিলোমিটার হতে পারে।