Print Date & Time : 10 September 2025 Wednesday 10:03 am

চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে হামাস

ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় আটক চার নারী ইসরায়েলি সেনাকে মুক্তি দিয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়া সেনাদের মধ্যে রয়েছেন কারিনা আরিয়েভ, ড্যানিয়েলা গিলবোয়া, নায়ামা লেভি ও লিরি আলব্যাগ। তাদের বয়স ১৯ থেকে ২০ বছরের মধ্যে।

চার সেনাকে গাজার ফিলিস্তিন স্কয়ারে রেড ক্রস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। চুক্তি অনুসারে, ইসরায়েল এই সেনাদের বিনিময়ে ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে পারে। এর মধ্যে ১২০ জন আজীবন সাজাপ্রাপ্ত এবং ৮০ জন দীর্ঘমেয়াদী কারাদণ্ডে রয়েছেন।

হামাস জানিয়েছে, চুক্তি অনুযায়ী প্রতি নারী সেনার বিনিময়ে ইসরায়েল ৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। তবে, ইসরায়েল এখনো নিশ্চিত করেনি কোন বন্দিদের মুক্তি দেওয়া হবে।