Print Date & Time : 8 August 2025 Friday 9:10 pm

চলতি সপ্তাহে জাপানে আঘাত হানতে পারে শক্তিশালী টাইফুন

ডেস্ক রিপোর্ট: জাপানে শক্তিশালী টাইফুনের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর। ঝড়টি জাপানের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে এবং চলতি সপ্তাহেই এটি আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়া পূর্বাভাসে টাইফুনের প্রভাবে এই সপ্তাহের শেষের দিকে ভারি বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতে সম্ভাব্য পরিবহন সমস্যাও দেখা দিতে পারে বলে জানানো হয়েছে। আশঙ্কা করা হচ্ছে টাইফুন শানশান বুধবার আমাম দ্বীপ এলাকা অতিক্রম করবে।

ঝড়টি গতিপথ পরিবর্তন করে দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুর দিকে অগ্রসর হওয়ার আগে এর গতিবেগ ছিল ঘণ্টায় ২১৫ কিলোমিটার।

চলতি মাসে টাইফুন অ্যামপিলের কারণে কয়েকশ বিমান ও ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ঝড়টির কারণে ভারি বৃষ্টিপাত হলেও এটি টোকিওতে সরাসরি আঘাত না করে অঞ্চলটির পাশ দিয়ে অতিক্রম করে প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে অগ্রসর হয়।

এর কয়েকদিন পর গ্রীষ্মমন্ডলীয় ঝড় মারিয়ার প্রভাবে জাপানের উত্তরাঞ্চল রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়।

গত মাসে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে এই অঞ্চলে ঝড়গুলো উপকূলরেখার কাছাকাছি সৃষ্টি হয়ে দ্রুত শক্তি বৃদ্ধি করে উপকূলে আঘাত হানছে।