Print Date & Time : 29 July 2025 Tuesday 7:00 am

গ্রিনকার্ড আবেদনে লাগবে না করোনা টিকার সনদ

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ডের (স্থায়ী বাসিন্দা) আবেদনের জন্য লাগবে না করোনা টিকার সনদ। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন এ ঘোষণা দিয়েছে। এখন থেকে আইনগতভাবে স্থায়ী বাসিন্দা হওয়ার ক্ষেত্রে কোভিড-১৯ প্রমাণ-সংক্রান্ত যে কোনো নথি জমা দেওয়ার বাধ্যবাধকতা মওকুফ করা হয়েছে।

বুধবার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন-সংক্রান্ত পরিষেবা ইউএসসিআইএস বিষয়টি নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের অভিবাসীদের জন্য গ্রিনকার্ড বিশেষভাবে গুরুত্বপূর্ণ। স্থায়ীভাবে বসবাস ও যে কোনো প্রতিষ্ঠানের বৈধ কর্মী হওয়ার জন্য দেশটিতে গ্রিনকার্ড অপরিহার্য।

আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর প্রথমদিন থেকেই একের পর এক নির্বাহী আদেশে সই করে যাচ্ছেন ট্রাম্প। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র থেকে নথিপত্রহীন অভিবাসীদের বের করে দেওয়ার প্রক্রিয়ার পরিধি বাড়িয়েছেন তিনি। যেসব অভিবাসী টানা দুই বছর কিংবা তার বেশি সময় যুক্তরাষ্ট্রে বসবাসের প্রমাণ দেখাতে পারবেন না, তারা এর আওতায় পড়বেন।

এছাড়া ট্রাম্প ক্ষমতা নিয়েই যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন।