ডেস্ক রিপোর্ট: জাপানি অভিনেত্রী ও গায়িকা মিহো নাকায়ামা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৪ বছর। শুক্রবার টোকিওতে নিজের বাড়ির বাথটাবে (গোসলখানা) মৃত অবস্থায় পাওয়া গেছে নাকায়ামাকে। তার এজেন্সি এ ঘটনায় শোক জানিয়ে পরিবারের গোপনীয়তা রক্ষার অনুরোধ করেছে।
জাপানের ওসাকায় বড়দিনের একটি কনসার্টে অংশগ্রহণের কথা ছিল নাকায়ামার। তবে তার অফিশিয়াল ওয়েবসাইট স্বাস্থ্যগত কারণে ওই ইভেন্টটি বাতিলের ঘোষণা দিয়েছিল।
জাপানি সংবাদমাধ্যমের তথ্য মতে, নাকায়ামাকে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। নিজ বাড়ির বাথটাবে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। মূলত কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণেই পরিচিতরা তাকে বাসায় খুঁজতে গিয়েছিলেন।
একটি প্যারামেডিক দল ঘটনাস্থলেই নাকায়ামার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে ঠিক কী কারণে নাকায়ামার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে কোনো সুইসাইড নোটও পাওয়া যায়নি।
নাকায়ামা তার একমাত্র ছেলেকে রেখে গেছেন। সেই ছেলে তার প্রাক্তন স্বামী সংগীতশিল্পী হিটোনারি তসুজির হেফাজতে আছে। নাকায়ামা ও তসুজি ২০০২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ২০১৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
জাপানি অভিনেত্রী শিনোবো নাকায়ামা তার ছোট বোন। তার একজন ছোট ভাইও আছে।
মিহো নাকায়ামা অভিনয় জীবন শুরু করেন ১৯৮৫ সালে টেলিভিশন ড্রামা ‘মাইডো ওসাওয়াগাসে শিমাসু’ দিয়ে। ১৯৮০ ও ৯০-এর দশকে জাপানি পপের সোনালি যুগ চলছিল। সেই সময়টিতেই নাকায়ামার বেশ কিছু হিট গান যেমন তাকে সংগীতশিল্পী হিসেবে তারকাখ্যাতি এনে দেয়।
১৯৯৫ সালের সিনেমা ‘লাভ লেটার’-এ অভিনয়ের জন্য ৩৮ তম ব্লু রিবন অ্যাওয়ার্ডস, ১৭ তম ইয়োকোহামা ফিল্ম ফেস্টিভ্যাল এবং ১৮ তম হোচি ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন নাকায়ামা। ১৯৯৮ সালে ‘টোকিও বিইওরি’-তে অভিনয়ের জন্য তিনি জাপানি একাডেমি অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর জন্য মনোনয়ন পেয়েছিলেন।
২০০২ সালে অভিনয় থেকে বিরতি নিয়ে নাকায়ামা ফ্রান্সের প্যারিসে চলে যান এবং ২০১০ সালে চলচ্চিত্র জগতে ফিরে আসেন।
জাপানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মৃত্যুর আগের দিন নাকায়ামা ফরাসি-আমেরিকান শিল্পী লুইস বোরজোয়াঁর একটি শিল্পকর্মের ছবি পোস্ট করেন। ছবিতে একটি সেলাইয়ের কাজ দেখা যায়, যাতে লেখা ছিল—আমি নরকেও গিয়েছি এবং ফিরে এসেছি। আর আমি বলতে পারি, তা ছিল অসাধারণ।
নাকায়ামার মৃত্যুর খবরে ভক্তরা শোক প্রকাশ করেছেন। একজন মন্তব্য করেছেন, আমি এটা বিশ্বাস করতে পারছি না।
আরেকজন লিখেছেন, আপনার চেয়ে ভালো কেউ নেই। আমি আপনাকে খুব ভালোবাসি।

Discussion about this post