ডেস্ক রিপোর্ট: জাত অনুসারে গরুর দামও বিভিন্ন ধরনের হয়ে থাকে। সম্প্রতি ব্রাজিলে একটি গরু বিক্রি করা হয়েছে ৪ দশমিক ৮ মিলিয়ন ডলারে। গরুটির নাম ভিটানিয়া ১৯। এটি ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে দামি একটি গরু। ওজন ১ হাজার ১০১ কেজি। এত ওজনের পরও গরুটি অনেক বেশি কাজ করতে পারে।
বর্তমানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও নিজের নাম তুলে নিয়েছে গরুটি। তাকে মিস সাউথ আফ্রিকা হিসাবেও আখ্যা দেওয়া হয়েছে।
শারীরিক দিক থেকে এই গরু অতি শক্তিশালী। অন্যদের তুলনায় অনেক বেশি কাজ করতে পারে। দুধের মতো সাদা গরুটির দুধেও থাকে অনেক বেশি পুষ্টিগুণ।
এর আরও একটি বৈশিষ্ট্য হলো- এই গরুটি অন্য গরুদের তুলনায় অনেক বেশি সময় ধরে না খেয়ে থাকতে পারে। ফলে একে দিয়ে অনেক বেশি কাজ করিয়ে নেওয়া যায়। তবে কাজের শেষে এই গরু তার পর্যাপ্ত আহার গ্রহণ করে।
খবর টাইমস অব ইন্ডিয়া।

Discussion about this post