ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন ধরে চলছে গাজা, সুদান ও ইউক্রেন যুদ্ধ। সেগুলো এখনও বন্ধ করতে না পারায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিন্দা করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে। শনিবার (১৪ সেপ্টেম্বর) কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।
গুতেরেস বলেছেন, নিরাপত্তা পরিষদ একটি ‘সেকেলে’, ‘ত্রুটিযুক্ত’ এবং ‘অকার্যকর ব্যবস্থা’। গাজায় ইসরায়েলের যুদ্ধের অবসান ঘটাতে এর ব্যর্থতা সামগ্রিকভাবে সংস্থাটির বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করেছে।
আল-জাজিরা আরবিকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে কথা বলার সময়, জাতিসংঘের প্রধান কাউন্সিলের ব্যর্থতার নিন্দা করছিলেন গুতেরেস। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। তবে এর স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা ধারাবাহিকভাবে সেই লক্ষ্য অর্জনে একটি বাধা হিসেবে প্রমাণিত হয়েছে।
গুতেরেস বলেছেন, এই কাউন্সিল ‘আজকের বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।’
তিনি বলছিলেন, ‘সত্য হলো, আজকে আমরা সবচেয়ে নাটকীয় যে দ্বন্দ্বের মুখোমুখি হচ্ছি: সুদান, গাজা, ইউক্রেন, নিরাপত্তা পরিষদ সেগুলোর অবসান ঘটাতে সক্ষমতার ক্ষেত্রে পদ্ধতিগতভাবে ব্যর্থ হয়েছে।’
গুতেরেস পর্তুগালের একজন সাবেক প্রধানমন্ত্রী যিনি ২০১৭ সাল থেকে জাতিসংঘের নেতৃত্ব দিয়েছেন। তিনি জোর দিয়েছিলেন, সংগঠনটির অন্যান্য সংস্থা এবং বিশেষ করে এর মানবিক সংস্থাগুলো গাজায় ১১ মাসেরও বেশি দিন ধরে চালানো ইসরায়েলের হামলার মধ্যেই গাজাজুড়ে ফিলিস্তিনিদের প্রয়োজনীয় পরিষেবা সরবরাহ অব্যাহত রেখেছে। তবে দ্বন্দ্বের অবসান ঘটাতে কাউন্সিলের রাজনৈতিক অংশের ব্যর্থতা জাতিসংঘের অন্যান্য সংস্থাগুলোকে আঘাত করেছে বলে উল্লেখ করেন তিনি।
গুতেরেস বলেন, জাতিসংঘ সংস্থাটি ‘নিরাপত্তা পরিষদ’ নয়। তবে তিনি স্বীকার করেছেন, জাতিসংঘের কর্মীরা—বিশেষ করে গাজায় ফিলিস্তিনি শণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ এর কর্মীরা ‘এই সত্যটি উপলব্দি করছেন এবং মনোকষ্টে ভুগছেন’ যে, মানুষ তাদের দিকে তাকিয়ে থাকে। তবে নিরাপত্তা পরিষদ তাদের জন্য কিছু করছে না।
তিনি আরও বলেন, ‘আমাদের জন্য, নিরাপত্তা পরিষদের এই ব্যর্থতা আমাদের কাজের জন্য একটি গুরুতর প্রতিবন্ধক।’

Discussion about this post