Print Date & Time : 19 April 2025 Saturday 9:48 am

গাজা পুনর্গঠনে আরব লীগের প্রস্তাবে ইউরোপের ৪ দেশের সমর্থন

ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত গাজা পরিকল্পনার বিরুদ্ধে আরব লীগের পাল্টা প্রস্তাবকে সমর্থন দিয়েছে ইউরোপের চার বড় দেশ। দেশগুলো হলো ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি ও জার্মানি। খবর আল-জাজিরার।

এই চার দেশ এই পরিকল্পনাকে ‘বাস্তবসম্মত’ বলে উল্লেখ করেছে। ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা শনিবার এক যৌথ বিবৃতিতে বলেছেন, তারা ৫৩ বিলিয়ন ডলার ব্যয়ে গাজা পুনর্গঠনের পরিকল্পনাকে সমর্থন করেন।

বিবৃতিতে আরও বলা হয়, যদি পরিকল্পনাটি বাস্তবায়িত হয় তবে গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের জীবনযাত্রার মান দ্রুত বাড়বে। তবে এতে আরও বলা হয়, হামাস গাজা শাসন করতে পারবে না বা ইসরাইলের জন্য আর হুমকি হতে পারবে না।

চলতি মাসে কায়রোতে আরব লীগের শীর্ষ সম্মেলনে আরব নেতারা এ পরিকল্পনা গ্রহণ করেন। শনিবার সৌদি আরবের জেদ্দায় ৫৭ সদস্যের ওআইসির এক জরুরি বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই পরিকল্পনা গৃহীত হয়।

নতুন এই প্রস্তাবে গাজায় জরুরি সহায়তা, বিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠন এবং দীর্ঘ মেয়াদি অর্থনৈতিক উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এই পরিকল্পনাকে সম্পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত জাতিসংঘ।