Print Date & Time : 27 July 2025 Sunday 2:23 pm

গাজা ও বৈরুতে ইসরায়েলি বিমান হামলা

ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিন ও লেবাননে আবারও বিমান হামলা চালানোর মধ্য দিয়ে ইসরায়েল-হামাস যুদ্ধের একবছর পূর্ণ হওয়া চিহ্নিত করলো ইসরায়েল। সোমবার (৭ অক্টোবর) এই হামলা করা হয়। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস হামলা চালানোর মধ্য দিয়ে এই যুদ্ধের সূত্রপাত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী তাদের বিবৃতিতে জানিয়েছে, গাজা উপত্যকাজুড়ে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। হামলায় একটি হাসপাতাল বিধ্বস্ত হয়েছে। ভবনটি হামাসের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো বলে সেনাবাহিনীর দাবি।

সোমবার গাজা থেকে অন্তত চারটি ‘প্রজেক্টাইল’ নিক্ষেপ করা হয়েছে বলে ইসরায়েলি বাহিনী দাবি করেছে।

অন্যদিকে, লেবাননে হিজবুল্লাহর অস্ত্রাগার ধ্বংসের উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে বলে ইসরায়েল দাবি করেছে। হামলায় বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে।