Print Date & Time : 29 July 2025 Tuesday 3:24 am

গাজা উপত্যকায় তীব্র কান্না ক্রমশ স্বর্গে পৌঁছে যাচ্ছে, লড়াই বন্ধ করুন: পোপ লিও

ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আবেদন জানিয়েছেন পোপ চতুর্দশ লিও। বুধবার (২৮ মে) ইসরায়েল ও হামাসের প্রতি আন্তর্জাতিক মানবিক আইনকে ‘সম্পূর্ণ সম্মান’ করার আহ্বানও জানান তিনি।

ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে জনসাধারণের সামনে কথা বলার সময় পোপ বলেন, ‘গাজা উপত্যকায় মৃত সন্তানদের লাশ শক্ত করে ধরে থাকা মা ও বাবাদের তীব্র কান্না ক্রমশ স্বর্গে পৌঁছে যাচ্ছে।’

পোপ বলেন, ‘দায়িত্বপ্রাপ্তদের কাছে, আমি আমার আবেদন পুনরায় প্রকাশ করছি করছি: লড়াই বন্ধ করুন। সকল জিম্মিকে মুক্ত করুন। মানবিক আইনকে সম্পূর্ণরূপে সম্মান করুন।’

গত ৮ মে প্রয়াত পোপ ফ্রান্সিসের স্থলাভিষিক্ত হিসেবে নির্বাচিত লিও ইউক্রেনের যুদ্ধ বন্ধের আবেদনও জানান।