Print Date & Time : 10 September 2025 Wednesday 11:57 am

গাজার উত্তরাঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরাইল

ডেস্ক রিপোর্ট: চলমান উত্তেজনার মধ্যে এবার ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরাইল। রোববার গাজার সিভিল ডিফেন্স এ তথ্য জানিয়েছে। হামলায় উত্তর গাজার বাড়িঘর ও আশ্রয়কেন্দ্র ধ্বংস করেছে ইসরাইল।

মুখপাত্র মাহমুদ বাসাল সংবাদমাধ্যম আনাদোলুকে বলেছেন, ইসরাইলি হামলার লক্ষ্য উত্তর গাজা থেকে বাসিন্দাদের বাস্তুচ্যুত করা এবং ভবনগুলো ধ্বংস করে এলাকা খালি করা।

বাসাল আরও বলেন, ‘উত্তর অঞ্চলে তীব্র ইসরাইলি বোমাবর্ষণের কারণে কয়েক ডজন শহীদের মৃতদেহ এখনও ধ্বংসস্তূপের নীচে রয়েছে, যা এই অঞ্চলে মানবিক বিপর্যয়কে আরও বাড়িয়ে তুলেছে। তারা জাতিগত নির্মূল এবং জীবনের সমস্ত প্রয়োজনীয় জিনিসের ধ্বংস করতে চাইছে।’

এদিকে গত বছরের অক্টোবরে ইসরাইলে হামাসের আক্রমণের পর এখন পর্যন্ত ফিলিস্তিনে ৪২ হাজার ৬০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। যাদের বেশিরভাগই মহিলা এবং শিশু। এছাড়াও হামলায় প্রায় এক লক্ষ্য মানুষ আহত হয়েছে।