Print Date & Time : 7 August 2025 Thursday 11:07 pm

গাজায় স্কুলে ইসরাইলের হামলা

ডেস্ক রিপোর্ট: গাজায় আশ্রয়কেন্দ্রের একটি স্কুলে ইসরাইলি হামলায় ২৮ জন নিহত হয়েছে। এছাড়া আরো ৫৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার গাজার দেইর আল বালাহের একটি আশ্রয়কেন্দ্রের স্কুলে ওই হামলা করা হয়। এতে ২৮ ফিলিস্তিনি নিহত এবং ৫৪ জন আহত হয়েছে। পরে মানবাধিকার কর্মীরা অ্যাম্বুলেন্সের সাহায্যে আহতদের হাসপাতালে নিয়ে গেছে।

এদিকে, চলমান গাজা যুদ্ধে কমপক্ষে ৪২ হাজার ৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া ৯৭ হাজার ৮৮৬ জন আহত হয়েছে।

অপরদিকে, এই যুদ্ধে ১১৩৯ ফিলিস্তিনি নিহত এবং দুই শতাধিক বন্দী হয়েছে।

খবর : আল জাজিরা