Print Date & Time : 11 September 2025 Thursday 3:50 am

গাজায় যুদ্ধবিরতি চেয়ে চিঠি দেওয়া ১ হাজার সেনার বরখাস্তে সমর্থন নেতানিয়াহুর

ডেস্ক রিপোর্ট: গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে চিঠিতে স্বাক্ষরকারী প্রায় এক হাজার (বর্তমান ও অবসরপ্রাপ্ত) ইসরাইলি বিমান বাহিনীর সদস্যদের প্রতি নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।তিনি তাদের ‘প্রান্তিক’ ও ‘চরমপন্থি’ হিসেবে উল্লেখ করেছেন এবং কর্মরত পাইলটদের বরখাস্তের প্রতি সমর্থন জানিয়েছেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী এবং ইসরাইলি সামরিক প্রধানের ‘চিঠিতে স্বাক্ষরকারীদের বরখাস্ত করার সিদ্ধান্তকে সমর্থন করেছেন’।

বৃহস্পতিবার ইসরাইলি সংবাদমাধ্যমে প্রকাশিত ওই চিঠিতে বলা হয়, ‘চলমান যুদ্ধে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষিত কোনো লক্ষ্য পূরণ হচ্ছে না। বরং এতে বন্দিদের মৃত্যু, আইডিএফ (ইসরাইলি নিরাপত্তা বাহিনী) সেনাদের প্রাণহানি ও নিরীহ বেসামরিক মানুষেরই মৃত্যু ঘটছে’।

ইসরাইলের প্রভাবশালী দৈনিক হারেৎজ-এ প্রকাশিত ওই চিঠিতে আরও বলা হয়, ‘শুধু একটি চুক্তির মাধ্যমেই বন্দিদের নিরাপদে ফেরানো সম্ভব। সামরিক চাপ মূলত বন্দিদের মৃত্যুই ডেকে আনছে এবং আমাদের সেনাদের ঝুঁকিতে ফেলছে’।

ইসরাইলি বিমান বাহিনীর সাবেক ও বর্তমান সদস্যদের ওই খোলা চিঠিতে গাজায় যুদ্ধের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। একই সঙ্গে ‘রাজনৈতিক স্বার্থে’ যুদ্ধ চালানোর অভিযোগ করা হয়েছে।

এই চিঠিতে সই করেছেন ইসরাইলি সেনাবাহিনীর সাবেক প্রধান দান হালুৎস-সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।