Print Date & Time : 12 September 2025 Friday 3:57 am

গাজায় যাচ্ছে ১৫টি ভ্রাম্যমাণ বাড়ি বহনকারী ট্রাক

ডেস্ক রিপোর্ট: ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির আওতায় মিসর থেকে মোবাইল হোমের প্রথম চালান গাজা উপত্যকায় পাঠানো হয়েছে।

মিসরীয় টেলিভিশন চ্যানেল আল কাহেরা নিউজ জানিয়েছে, ১৫টি মোবাইল হোম এবং একটি বুলডোজার বহনকারী পাঁচটি ট্রাক রাফাহ ক্রসিংয়ের মিসরীয় দিক অতিক্রম করে গাজায় প্রবেশের অনুমতি পাওয়ার আগে কারেম আবু সালেম টার্মিনালে (হিব্রুতে কেরেম শালোম) প্রবেশ করে।

বর্তমানে গাজার মানুষদের বেশিরভাগ বাড়িঘর ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় ধ্বংস হয়ে গেছে। এমন অবস্থায় রাস্তায় থাকা ছাড়া গাজার বাসিন্দাদের আর কোন উপায় নেই।

ভিডিও ফুটেজে দেখা যায় যে রাফাহ সীমান্ত ক্রসিং থেকে টার্মিনালের দিকে মোবাইল হোম বহনকারী ট্রাকগুলো চলাচল করছে। তবে এ বিষয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।