ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরাইলের মধ্যে গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয়। এটি তিনটি ধাপে করা হয়েছে। এর প্রথম ধাপের মেয়াদ ৪২ দিন।
চুক্তির শর্তে বলা আছে, প্রথম ধাপের ১৬তম দিনে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হবে এবং এই ধাপ শুরুর মাধ্যমে গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হবে। গাজা পুনর্গঠনের কাজ শুরু হবে শেষ ধাপে।
তবে ইসরাইলি কয়েকটি সূত্র সংবাদমাধ্যম হারেতজকে জানিয়েছেন, নেতানিয়াহু যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে চান না। তিনি গাজায় আবারও যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছেন।
দ্বিতীয় ধাপের আলোচনা করতে কাতারের দোহায় একটি প্রতিনিধি দল পাঠিয়েছেন নেতানিয়াহু। তবে তাদের দ্বিতীয় ধাপ কার্যকর নিয়ে আলোচনার কোনো ক্ষমতা দেওয়া হয়নি।
প্রসঙ্গত, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দীর্ঘদিনের লড়াইয়ে অঞ্চলটির ৪৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আহত হয়েছেন এক লাখ ১১ হাজারের বেশি। এদিকে উপত্যকাটির মিডিয়া দপ্তর নিখোঁজদেরও মৃত্যুর তালিকায় যোগ করেছে। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজারের বেশি।

Discussion about this post