Print Date & Time : 1 August 2025 Friday 5:53 pm

গাজায় প্রবেশ করল সৌদি আরবের মানবিক সহায়তা

ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকার ক্ষুধার্ত ও দুর্দশাগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছে সৌদি আরব। বুধবার (৩০ জুলাই) সকালে রাফা ক্রসিং দিয়ে ছয়টি ট্রাকে করে এসব সহায়তা গাজায় প্রবেশ করে। খবর আরব নিউজের।

আরব নিউজ জানিয়েছে, সৌদি বাদশাহ সালমানের মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্র কে এস রিলিফের তত্ত্বাবধানে এই সহায়তা পাঠানো হয়েছে। ট্রাকগুলোতে প্রধানত খাদ্যসামগ্রী ছিল, যা গাজার ক্ষুধার্ত জনগণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলে বিবেচিত।

সৌদি আরবের পক্ষ থেকে এখন পর্যন্ত ৫৮টি কার্গো বিমান ও ৮টি জাহাজের মাধ্যমে গাজার জন্য বিপুল পরিমাণ সহায়তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে সৌদি গ্যাজেট। এ সহায়তার মধ্যে ছিল প্রায় ৭ হাজার ২০০ টন খাদ্য, ওষুধ, আশ্রয়ের সামগ্রী এবং ২০টি অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সগুলো ইতিমধ্যে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করা হয়েছে।

ইসরায়েলের টানা বর্বর হামলার কারণে গাজা এখন ভয়াবহ মানবিক সংকটে পড়েছে। সেখানে বহু মানুষ খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন পার করছেন। আন্তর্জাতিক মহলের চাপের মুখে সম্প্রতি সীমিত আকারে গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিচ্ছে ইসরায়েল। তবে সেসব সহায়তা বিপুল চাহিদার তুলনায় খুবই কম।

বর্তমানে গাজার কিছু এলাকায় ইসরায়েল প্রতিদিন নির্দিষ্ট কিছু সময়ের জন্য সামরিক অভিযান স্থগিত রাখছে, যাতে কিছুটা হলেও ত্রাণ বিতরণ সম্ভব হয়।

ত্রাণ পাঠানোর ক্ষেত্রে শুধু ট্রাক নয়, সৌদি আরব জর্ডানের সহায়তায় গাজায় আকাশপথেও খাদ্যসামগ্রী পাঠিয়েছে। বিমান থেকে প্যারাসুটের মাধ্যমে এসব খাদ্য সামগ্রী ফেলা হয়—যা মানবিক সহায়তার একটি তাৎক্ষণিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে দখলদার ইসরায়েলের বর্বর অভিযান শুরু হয় গাজায়। এখন পর্যন্ত ওই হামলায় ৬০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় দেড় লাখ।