Print Date & Time : 10 September 2025 Wednesday 3:26 am

গাজায় পোলিও টিকা কর্মসূচির প্রথম ধাপ শুরু

ডেস্ক রিপোর্ট: আজ থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় পোলিও টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। রবিবার ( ১ সেপ্টেম্বর) সকাল ৭:৩০ থেকে এই পোলিও টিকা দেওয়া শুরু হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( ডব্লিউএইচও) মধ্য গাজার ক্লিনিক, স্কুল এবং অন্যান্য অবস্থানের একটি তালিকা প্রকাশ করেছে যেখানে ১০ বছরের কম বয়সী শিশুদের টিকা দেওয়া হবে।

ডব্লিউএইচও এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) বলেছে, “এমনকি যদি আপনার বাচ্চাদের আগে টিকা দেওয়া হয়ে থাকে, তবে জরুরি ডোজ পেতে এবং ভাইরাস থেকে তাদের রক্ষা করার জন্য তাদের নিকটতম টিকাদান পয়েন্টে নিয়ে আসুন।
” ডব্লিউএইচও এই টিকাদান বিনামূল্যে করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে ডব্লিউএইচও বলেছে, “টিকাদান বিনামূল্যে এবং নিরাপদ।”

গাজা উপত্যকায় জাতিসংঘের সংস্থা এবং স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা পোলিওর বিরুদ্ধে ৬৪০,০০০ শিশুকে টিকা দেওয়ার জন্য এই অভিযান শুরু করছে। ডব্লিউএইচও- এর লক্ষ্য ১০ বছরের কম বয়সী শিশুদের অন্তত ৯০% কে পোলিও টিকার আওতায় আনা।