Print Date & Time : 20 April 2025 Sunday 5:57 pm

গাজায় পোলিও টিকাকেন্দ্রে হামলা ইসরায়েলিদের

ডেস্ক রিপোর্ট: ইসরায়েল হামলা চালিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় একটি পোলিও টিকাকেন্দ্রে । হামলায় চার শিশুসহ ছয়জন আহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে।

এক এক্স পোস্টে ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস বলেন, গাজা উপত্যকার উত্তরাঞ্চলের শেখ রাদওয়ান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে আজ (শনিবার) হামলার ঘটনা ঘটেছে। পোস্টে ডব্লিউএইচওর প্রধান আরও জানান, হামলায় ছয়জন আহত হয়েছেন। এর মধ্যে চারটি শিশু রয়েছে।

ওই সময় বাবা–মায়েরা তাঁদের সন্তানদের জীবন বাঁচাতে পোলিও টিকা দিতে সেখানে উপস্থিত হয়েছিলেন।

এদিকে গাজায় পোলিও টিকা নিতে আসা লোকজনের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, গাজায় বেসামরিক ও মানবিক স্থাপনায় হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।