Print Date & Time : 20 April 2025 Sunday 10:38 pm

গাজায় ইসরায়েলি হামলায় আরও দুই ফিলিস্তিনি নিহত

ডেস্ক রিপোর্ট: যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির সর্বশেষ লঙ্ঘন করে সোমবার (৩ মার্চ) গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আরও ৩ জন আহত হয়।

সূত্রের বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে ড্রোন হামলায় দু’জন নিহত হয়েছে। এছাড়া খান ইউনিসে ক্ষেপণাস্ত্র হামলায় আরও তিন জন আহত হয় বলে জানিয়েছে চিকিৎসকরা।

গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পরপরই রোববার (২ মার্চ) থেকে গাজাজুড়ে হামলা বাড়িয়েছে ইসরায়েল। গতকালও গাজা উপত্যকায় একই ধরনের ইসরায়েলি হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করতে অস্বীকার করার পর গাজায় মানবিক ত্রাণ প্রবেশও স্থগিত করেছে ইহুদিবাদী সরকার।

প্রসঙ্গত, গত নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। আন্তর্জাতিক বিচার আদালতেও ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে।