ডেস্ক রিপোর্ট: ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় অন্তত ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এই হামলা চালানো হয়। স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা এই খবর জানিয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, গাজা উপত্যকার মধ্য ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের একাধিক বিমান হামলায় ২২ জন নিহত হয়েছেন। এরমধ্যে নুসেইরাত শরণার্থী শিবিরে এক হামলায় তিন নারীসহ ছয় ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
ইসরায়েল-লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর তীব্র সংঘর্ষ চলাকালেই এই হামলা হলো। এসব ঘটনায় মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বেড়েই চলেছে।
হামাস ও ইসলামিক জিহাদ গোষ্ঠীর সঙ্গে তাদের সংঘর্ষ চলছে বলে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য ও গোষ্ঠী দুটির বিবৃতি থেকে নিশ্চিত হওয়া গেছে। স্থানীয়রা জানিয়েছেন, শহরের পূর্ব ও মধ্যাঞ্চলের একাধিক ঘরবাড়ি ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী।
হামাস ও ইসলামিক জিহাদের সশস্ত্র শাখার বিবৃতিতে জানানো হয়, দখলদারদের অ্যান্টি-ট্যাংক রকেট নিয়ে প্রতিহত করেছে তাদের যোদ্ধারা।
ইসরায়েলের পক্ষ থেকে এই হামলার বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
ইসরায়েলি হামলায় প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া ফিলিস্তিনে প্রায় ২৩ লাখ মানুষ গৃহহীন হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত অন্তত ৪১ হাজার ৪শ’ ফিলিস্তিনি নিহত হয়েছেন।