Print Date & Time : 21 April 2025 Monday 7:34 am

গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ১৫ জন নিহত

ডেস্ক রিপোর্ট: গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলি হামলায় ৯ শিশুসহ এক পরিবারের ১৫ জন নিহত হয়েছে। আজ-জাওয়াদা এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া একটি গুদামঘরে শনিবার (১৭ আগস্ট) দিবাগত রাতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ সংবাদ জানিয়েছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, গভীর রাতে আকস্মিক হামলায় আল-এজলাহ পরিবারের ১৫ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন নারী ছিলেন। হামলায় মোট ১৬ জন মারা গেছেন।

আল-জাজিরা জানিয়েছে, নুসেইরাত শরণার্থী শিবিরের কয়েক কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই গুদামঘরে ৩ টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

নিহতদের এক আত্মীয় আবদালহাদি আল-এজলাহ বলেছেন, হামলায় পরিবারপ্রধান সামি ও তার স্ত্রী, মা ও সব সন্তানসহ সবাই মারা গেছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৬৯ জন নিহত ও ১৩৬ জন আহত হয়েছে। গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৪০ হাজার ৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত কমপক্ষে ৯২ হাজার ৫৩৭ জন।

এদিকে, শনিবার মধ্য গাজার মাঘাজি শরণার্থী শিবির ও তার আশেপাশের বাসিন্দাদের সরে যাবার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এই অঞ্চল থেকে হামাস হামলা চালাচ্ছে দাবি করে দেশটির সেনাবাহিনী বলেছে, বেসামরিক জনগণের উচিত নিরাপত্তার জন্য অন্যত্র চলে যাওয়া।