ডেস্ক রিপোর্ট: গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলি হামলায় ৯ শিশুসহ এক পরিবারের ১৫ জন নিহত হয়েছে। আজ-জাওয়াদা এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া একটি গুদামঘরে শনিবার (১৭ আগস্ট) দিবাগত রাতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ সংবাদ জানিয়েছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, গভীর রাতে আকস্মিক হামলায় আল-এজলাহ পরিবারের ১৫ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন নারী ছিলেন। হামলায় মোট ১৬ জন মারা গেছেন।
আল-জাজিরা জানিয়েছে, নুসেইরাত শরণার্থী শিবিরের কয়েক কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই গুদামঘরে ৩ টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
নিহতদের এক আত্মীয় আবদালহাদি আল-এজলাহ বলেছেন, হামলায় পরিবারপ্রধান সামি ও তার স্ত্রী, মা ও সব সন্তানসহ সবাই মারা গেছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৬৯ জন নিহত ও ১৩৬ জন আহত হয়েছে। গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৪০ হাজার ৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত কমপক্ষে ৯২ হাজার ৫৩৭ জন।
এদিকে, শনিবার মধ্য গাজার মাঘাজি শরণার্থী শিবির ও তার আশেপাশের বাসিন্দাদের সরে যাবার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এই অঞ্চল থেকে হামাস হামলা চালাচ্ছে দাবি করে দেশটির সেনাবাহিনী বলেছে, বেসামরিক জনগণের উচিত নিরাপত্তার জন্য অন্যত্র চলে যাওয়া।

Discussion about this post