Print Date & Time : 8 August 2025 Friday 11:56 am

গাজায় ইসরাইলি হামলায় ৫৪ ফিলিস্তিনি নিহত

ডেস্ক রিপোর্ট: গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলি হামলায় অন্তত ৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন।মঙ্গলবার ভোর থেকে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় এ হামলা চালায় দখলদার বাহিনী।

স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আরবি এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, এর মধ্যে ৩৯ জন গাজার উত্তরাঞ্চলে প্রাণ হারিয়েছেন, যেখানে প্রায় এক মাস আগে ইসরাইল বড় ধরনের বিমান ও স্থল হামলা চালিয়েছিল।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরাইল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে।