Print Date & Time : 20 April 2025 Sunday 10:35 pm

গাজায় ইসরাইলি বিমান হামলায় আরো ১৫ ফিলিস্তিনি নিহত

ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, মধ্য গাজার জাওয়াইদা শহরে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত এবং অসংখ মানুষ আহত হয়েছে। শনিবার এক প্রতিবেদনে এটি নিশ্চিত করেছে আল আরাবিয়্যাহ।

সংস্থাটির এক মুখপাত্র বলেছেন, ইসরাইলি সামরিক বাহিনী গাজা বিমান হামলায় ১৫ জন নিহত হওয়ার খবর তারা শুনেছেন। ধ্বংস্তুপ থেকে মরদেহ উদ্ধারে অনুসন্ধান চলছে।

গাজায় ইসরাইলি হামলায় বিধ্বস্ত এই ভূখণ্ডের নিহতের মোট সংখ্যা পেরিয়ে গেছে ৪০ হাজারেরও বেশি। এ ছাড়া গত ১০ মাসে আহত হয়েছেন সাড়ে ৯১ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

গত ৭ অক্টোবর আকস্মিক হামলা চালিয়ে ১২০০ ইসরাইলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরাইলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।

একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরাইল।