ডেস্ক রিপোর্ট: সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পর বিশ্বজুড়ে শুরু হয়েছে আলোচনার ঝড়। তবে এ কঠিন সময়েও দৃঢ় মনোভাব দেখিয়েছেন বাইডেন। সোমবার (১৯ মে) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় তিনি লেখেন, ‘ক্যানসার আমাদের সবার জীবনেই কোনো না কোনোভাবে প্রভাব ফেলে।’
তিনি আরও বলেন, ‘আপনাদের অনেকের মতো, জিল (বাইডেনের স্ত্রী) এবং আমিও শিখেছি—সবচেয়ে কঠিন সময়গুলোতেই আমরা সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠেছি। ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’এর আগে রোববার (১৭ মে) বাইডেনের কার্যালয় থেকে জানানো হয়, তিনি প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত, এবং তা হাড়েও ছড়িয়ে পড়েছে।
এ খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। যদিও প্রথমে সহানুভূতি প্রকাশ করেন তিনি, পরে অবশ্য তোলেন অভিযোগ—বাইডেনের দল কি এ বিষয়ে আগেই জানত এবং তা গোপন করেছিল? হোয়াইট হাউসে এক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমি বিস্মিত হয়েছি যে এত গুরুত্বপূর্ণ তথ্য এতদিন গোপন রাখা হয়েছে। কারণ ক্যানসার এই পর্যায়ে পৌঁছাতে দীর্ঘ সময় লাগে।’ তিনি আরও বলেন, ‘আমি সত্যিই দুঃখিত। তবে মানুষের এটা জানার অধিকার আছে যে আসলে কী ঘটেছে।’
এই মন্তব্যের পর বাইডেনের স্বাস্থ্য পরিস্থিতি এবং তা ঘিরে রাজনৈতিক প্রভাব নিয়েও আলোচনা শুরু হয়েছে। ক্যানসার আক্রান্ত হওয়ার বিষয়টি সামনে আসায় নতুন করে প্রশ্ন উঠেছে—সাবেক প্রেসিডেন্ট থাকাকালীন বাইডেনের স্বাস্থ্য বিষয়ে জনগণকে পুরোপুরি জানানো হয়েছিল কি না।