ডেস্ক রিপোর্ট: ভারতের কেরালায় ভয়াবহ ভূমিধসে অন্তত ৪৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় শত শত মানুষ আটকা পড়েছেন। তাদের উদ্ধারে রাজ্যের বিভিন্ন সংস্থা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। খবর এনডিটিভির।
চার ঘণ্টার ভারী বৃষ্টিপাতে মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে রাজ্যটির ওয়ানাদ জেলার পাহাড়ি এলাকা মেপ্পেদিতে ভূমিধস হয়। রাজ্যের দুর্যোগ মোকাবিলা সংস্থা কেসিডিএমএ বিষয়টি নিশ্চিত করেছে।
কেসিডিএমএ জানিয়েছে, ভূমিধস কবলিত এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছেন কেসিডিএমএ ও কেন্দ্রীয় সরকারের অধীন দুর্যোগ মোকাবিলা সংস্থা এনডিআরএফের কর্মীরা। কেরালা পুলিশের এলিট ফোর্স কান্নুর ডিফেন্স সিকিউরিটি কর্পসের দুটি ইউনিটও কাজ করছে। বিমান বাহিনীর সহায়তাও চাওয়া হয়েছে।
ভূমিধসের খবরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলে এলডিএফ সরকারকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। এ ছাড়া দলের নেতাকর্মীরা যেন উদ্ধার কাজে সহায়তা করেন, তা নিশ্চিত করতে বিজেপি প্রধান জেপি নাড্ডাকে নির্দেশনা দিয়েছেন তিনি।
এক এক্সবার্তায় মোদি বলেন, ওয়ানাদের কিছু অংশে ভূমিধসের কারণে বিপর্যস্ত। প্রিয়জন হারানোদের প্রতি সমবেদনা এবং আহতদের জন্য দোয়া। ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বর্তমানে উদ্ধার অভিযান চলছে। কেরালার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে। সেখানকার পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কেন্দ্র থেকে সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দেয়া হয়েছে।
এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, সব সংস্থা ওয়ানাদে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। রাজ্যের মন্ত্রীরা উদ্ধার অভিযানের সমন্বয় করবেন।
ওয়ানাদের সাবেক সংসদ সদস্য ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, তিনি এই বিপর্যয়ের ঘটনায় গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
এক এক্সবার্তায় রাহুল বলেন, ‘আমি আশা করি যারা এখনও আটকে পড়ে আছেন, তাদের শিগগিরই নিরাপদে উদ্ধার করা হবে।’ এ ছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী ও জেলা কালেক্টরের সঙ্গে কথা বলেছেন ভারতীয় এই বিরোধী নেতা।

Discussion about this post