Print Date & Time : 23 July 2025 Wednesday 4:03 pm

কেনিয়ায় টুকরো করা ৮ নারীর মরদেহ উদ্ধার, স্বচ্ছ তদন্তের আশ্বাস

ডেস্ক রিপোর্ট: কেনিয়ার রাজধানী নাইরোবির একটি বস্তির ময়লার স্তূপ থেকে টুকরো টুকরো করা আট নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার কেনিয়ার ভারপ্রাপ্ত পুলিশপ্রধান ডগলাস কানজা এ কথা জানায়। রোমহর্ষক এ ঘটনার স্বচ্ছ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে কেনিয়ার পুলিশ।

ডগলাস কানজা রবিবার সাংবাদিকদের উদ্দেশ্যে এক ভাষণে বলেছেন, ‘সমগ্র ন্যাশনাল পুলিশ সার্ভিস এবং আমি এই ট্র্যাজেডির যন্ত্রণা বুঝতে পারছি।

তিনি আরো বলেন, ‘আমরা স্বচ্ছ, পুঙ্খানুপুঙ্খ এবং দ্রুত তদন্ত পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ। মৃতদেহগুলোর ময়নাতদন্ত হবে এবং তদন্তের সকল পর্যায়ে মিডিয়া সংযুক্ত থাকবে।’

ভারপ্রাপ্ত পুলিশ প্রধানের মতে, এ ঘটনা জাতিকে আলোড়িত করেছে।

পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে সম্ভাব্য সকল অপরাধীরকে নিয়ে তদন্ত চলছে। কেনিয়ার পুলিশ ওয়াচডগ ইন্ডিপেনডেন্ট পুলিশ ওভারসাইট অথরিটি (আইপিওএ) শুক্রবার বলেছে, এ ঘটনায় কোনো পুলিশ জড়িত ছিল কিনা তাও তদন্ত করে দেখছে। উল্লেখ্য, ময়লার ভাগাড়টি পুলিশ পোস্ট থেকে মাত্র ১০০ মিটার (৩২৮ ফুট) দূরে ছিল।

গত মাসে সরকারবিরোধী বিক্ষোভের সময় বেশ কয়েকজন বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনায় দেশটিতে ইতিমধ্যেই ব্যাপক জনরোষ তৈরি হয়েছে। এর মধ্যেই এমন ঘটনা সবার সামনে এসেছে।

এএফপি নিউজ এজেন্সি জানিয়েছে, রবিবার পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা আবর্জনার স্তূপের মধ্যে দিয়ে চিরুনি অভিযান চালিয়েছে।কেনিয়ার ভারপ্রাপ্ত পুলিশপ্রধান ডগলাস কানজা এর আগে বলেন, ওই আট নারীর মরদেহগুলো টুকরা করে বস্তায় ভরে ময়লার ভাগাড়ে ফেলে যাওয়া হয়। মরদেহগুলো অনেকটাই পচে গেছে।

শুক্রবার ছয়জনের মরদেহ পাওয়া যায়। বাকি দুইজনের মরদেহের বিভিন্ন অংশ পাওয়া যায় শনিবার।