ডেস্ক রিপোর্ট: কৃষ্ণ সাগর ও আজভ সাগরের সংযোগকারী কের্চ প্রণালীতে তেলজাত পণ্য বহনকারী দুটি ট্যাংকার ডুবে যাচ্ছে বলে জানিয়েছে রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়।
রুশ নৌপরিবহন সংস্থা জানিয়েছে, জাহাজ দুটিতে মোট ২৯ জন ক্রু সদস্য ছিলেন। ভোলগানেফ্ট ২১২ এবং ভোলগানেফ্ট ২৩৯ নামের ট্যাংকার দুটি সংকেতও পাঠিয়েছিল।
এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলোর ১৩ ক্রুকে নিরাপদে আনা হয়েছে এবং একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে জরুরি মন্ত্রণালয়।
রুশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কৃষ্ণ সাগর উপকূলের কয়েক কিলোমিটার দূরে শক্তিশালী ঢেউ আঘাত হানে ট্যাংকারগুলোতে।
জাহাজগুলোকে সহায়তা করতে জরুরি উদ্ধারকারী হেলিকপ্টারগুলো কের্চ প্রণালী এলাকায় রেসপন্স টিম পাঠিয়েছে। তবে আবহাওয়ার অবনতির কারণে তাদের প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধারকারী নৌকাও পাঠানো হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ঝড়ের কারণে মাটির সঙ্গে ধাক্কা লাগার পর একটি জাহাজ অর্ধেক ভেঙে যায়। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার সাউদার্ন ট্রান্সপোর্ট প্রসিকিউটর অফিস।