Print Date & Time : 22 July 2025 Tuesday 8:14 am

কুরস্কে অগ্রগতি অব্যাহত রাখার পাল্টাপাল্টি দাবি রাশিয়া-ইউক্রেনের

ডেস্ক রিপোর্ট: ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার কুরস্ক অঞ্চলে অগ্রগতি অব্যাহত রাখার পাল্টাপাল্টি দাবি করেছে রাশিয়া-ইউক্রেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) উভয় পক্ষের সেনাবাহিনী এমন দাবি করেছে। এক প্রতিবেদনে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়ার অভ্যন্তরে শুরু করা হামলায় এখন পর্যন্ত প্রায় ১ হাজার ১০০ বর্গকিলোমিটার এলাকা দখলে নিয়েছে তারা। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রুশ ভূখণ্ডে বিদেশি সেনাদের করা সবচেয়ে বড় হামলার ঘটনা।

ইউক্রেনের সর্বোচ্চ সামরিক কমান্ডার অলেক্সান্ডার সিরস্কি বলেছেন, ‘রাশিয়ার ১ হাজার ১৫০ বর্গকিলোমিটার এলাকা ও ৮২টি বসতি আমাদের দখলে আছে।’

অন্যদিকে, কুরস্কে ইউক্রেনীয় সেনাদের দখলে নেওয়া একটি গ্রাম পুনর্দখলের দাবি করেছে রাশিয়া। নিকটবর্তী বেলগোরোদ অঞ্চলে ‘অতিরিক্ত সেনা’ পাঠানোর কথাও জানিয়েছে দেশটি।

৬ আগস্ট কুরস্কে অনুপ্রবেশ করে হামলা শুরু করে ইউক্রেন। এর মধ্য দিয়ে প্রায় আড়াই বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধে প্রথমবারের মত রুশ ভূখণ্ডের অভ্যন্তরে সরাসরি হামলা করলো দেশটি।