ডেস্ক রিপোর্ট: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে বলেছে, তাদের বাহিনী কুরস্ক অঞ্চলে ক্রুপেটদের যে বসতির নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা পুনরুদ্ধার করেছে।
কুরস্কের সীমান্ত অঞ্চলটি রাশিয়ায় ১০ দিন আগে শুরু হওয়া ইউক্রেনের অভূতপূর্ব আক্রমণের কেন্দ্রবিন্দু ছিল।
বৃহস্পতিবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, কুরস্কে শত্রুরা সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এবং ক্রুপেট বসতির ওপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা হয়েছে।
এর আগে ইউক্রেন তাদের আক্রমণের অংশ হিসেবে রাশিয়ার এ সীমান্ত অঞ্চলে আরও অগ্রসর হওয়ার দাবি করেছে। তাদের দাবির পরক্ষণেই রাশিয়া এ দাবি জানাল। খবর বিবিসি

Discussion about this post