ডেস্ক রিপোর্ট: ইউক্রেনের রাজধানী কিয়েভে সিরিজ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে শহরটির মেয়র ভিটালি ক্লিটসকো এই তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ক্লিটসকো বলেন, ‘রাজধানীতে ইউএভি ড্রোন হামলা অব্যাহত রয়েছে।’
ওই টেলিগ্রাম পোস্টে তিনি আরও বলেন, ‘শহরের বিভিন্ন এলাকায় বিমান প্রতিরক্ষা বাহিনী কাজ করছে।’
এ সময় ‘ড্রোন বিভিন্ন দিক থেকে রাজধানীতে প্রবেশ করছে’ বলেও জানান তিনি।
একের পর এক বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা। সেগুলোর শব্দ যুদ্ধে অংশ নেওয়া বিমান প্রতিরক্ষাব্যবস্থার মতো বলে মনে হচ্ছিল।
কিয়েভসহ এর আশেপাশের অঞ্চল ও ইউক্রেনীয় ভূখণ্ডের বিশাল অংশ তখন বিমান হামলার সতর্কতার অধীনে ছিল। কিয়েভে স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৭ টার দিকে বিমান হামলার অ্যালার্ম বাজা শুরু হয়।

Discussion about this post