ডেস্ক রিপোর্ট: ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের কর্মকর্তারা বলেছেন, মঙ্গলবার (১৫ অক্টোবর) গভীর রাতে দেশটির রাজধানী এই হামলার শিকার হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে শহরটির মেয়র ভিটালি ক্লিটশকো লিখেছেন, ‘সবাই আশ্রয়কেন্দ্রে অবস্থান নিন।’
জিএমটি (আন্তর্জাতিক সময়) ১৯০০ থেকে কিয়েভ ও এর আশেপাশের এলাকাসহ ইউক্রেনের পূর্বাঞ্চলের প্রায় অর্ধেক অংশে বিমানহামলার সতর্ক সংকেত জারি করা হয়।
মেয়র আরও বলেছেন, কিয়েভের উপকন্ঠে বৃহত্তর ট্রোইয়েশচিনা এলাকার দিকে একাধিক ড্রোন যেতে দেখা গেছে।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহিই পপকো টেলিগ্রামে বলেছেন, হামলা প্রতিহত করতে দেশের আকাশ প্রতিরক্ষা বাহিনীকে নিয়োজিত করা হয়েছিল।
তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।