Print Date & Time : 20 April 2025 Sunday 11:31 am

কিমকে ৭০টি প্রাণী উপহার দিলেন পুতিন

ডেস্ক রিপোর্ট: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সম্পর্কের নিদর্শন হিসেবে একে অপরের বিভিন্ন উপহার দিয়ে থাকেন। এবার কিমকে তিনি সিংহসহ একপাল হাঁসসহ বিভিন্ন প্রাণী উপহার দিয়েছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার প্রধান চিড়িয়াখানায় একটি সিংহ এবং দুটি বাদামি ভাল্লুকসহ অন্তত ৭০টি প্রাণী উপহার দিয়েছেন পুতিন। দুই দেশের মধ্যকার সম্পর্কের নিদর্শন হিসেবে এগুলোকে বিবেচনা করা হচ্ছে।

রাশিয়ার পরিবেশমন্ত্রী আলেকজান্ডার কজলোভ অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে বলেন, উত্তর কোরিয়ার রাজধানী পিইংইয়ংয়ে একটি কার্গো বিমানে এসব প্রাণী পাঠানো হয়েছে। এ চালানে দুটি ইয়র্ক, ৫টি ককাটুস এবং কয়েক ডজন ফিজ্যান্ট ও হাঁস পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে রাশিয়ার সেনা পাঠানোর অভিযোগ আনার পর এসব উপহার পাঠানো হয়েছে। এ ছাড়া রুশ পরিবেশমন্ত্রী পিইংইয়ং সফরও করেছেন।

বিবিসি জানিয়েছে, রাশিয়া থেকে উত্তর কোরিয়ায় প্রাণী পাঠানোর ঘটনা এটি প্রথম নয়। এর আগে চলতি বছরের শুরুতে পুতিন কিমকে ২৪ জোড়া ঘোড়া উপহার দিয়েছিলেন। রুশ বাহিনীর জন্য উত্তর কোরিয়ার গোলাবারুদ সরবরাহের উপহারস্বরূপ এসব প্রাণী পাঠায় মস্কো।

এর আগে চলতি বছরের শুরুর দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে একটি গাড়ি উপহার দেন। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, গত ১৮ ফেব্রুয়ারি রাশিয়ার তৈরি গাড়িটি কিমের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠানো হয়। এজন্য কিমের বোন পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, কিম ও পুতিনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের নিদর্শন এই গাড়ি।

গাড়িটি কেমন, এটা কীভাবে রাশিয়া থেকে আনা হলো, সে ব্যাপারে ওই প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি। জানা যায়, গাড়ি নিয়ে কিমের অনেক কৌতূহল রয়েছে। বিলাসবহুল অনেক বিদেশি গাড়ির সংগ্রহ রয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ এই নেতার।