ডেস্ক রিপোর্ট: চলতি বছরের শুরুতে পতৌদি পরিবারের নবাব অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় থমকে গিয়েছিল বলিপাড়া। মধ্যরাতে অভিনেতার বাড়িতে ঢুকে পড়েছিল এক দুষ্কৃতকারী। চুরিই ছিল তার মূল উদ্দেশ্য। বাধা দিতে গেলে সাইফের ওপর হামলা করে সেই চোর। ছুরিকাহত হয়ে হাসপাতালে ছুটে গিয়েছিলেন সাইফ। অস্ত্রোপচারের মাধ্যমে তার পিঠ থেকে ছুরি বার করা হয়েছিল। ঘটনার পাঁচ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন অভিনেতা। এরপর কেটে গেছে অনেক দিন। কাজে ফিরেছেন সাইফ ও কারিনা। এর মধ্যেই নবাব পরিবারে নতুন এক সদস্যের আগমন ঘটে। কিন্তু কে সে?
‘জুয়েল থিফ- দ্য হাইস্ট বিগিন্স’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন সাইফ আলি খান। তারই প্রচারে এ মুহূর্তে ব্যস্ত অভিনেতা। এ সিনেমার এক সহ-অভিনেতাই নাকি সাইফের পরিবারের অংশ হয়ে উঠেছেন। সেই অভিনেতা হলেন জয়দীপ অহলওয়াত। অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গেও ‘জানে জাঁ’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন জয়দীপ। তখনই কারিনার সঙ্গে তার আলাপ। আর এবার ‘জুয়েল থিফ’ সিনেমায় সাইফের সঙ্গে কাজ করছেন তিনি। তাই এখন সাইফ-কারিনার পরিবারের সদস্য হয়ে উঠেছেন জয়দীপ।
এক সাক্ষাৎকারে জয়দীপ বলেছেন, এখন আমাকে ওদের পরিবারের সদস্য বলা যায়। কারিনা ও সাইফের কাজের ধরন নিয়েও কথা বলেন অভিনেতা। তিনি বলেন, কারিনা কাজের সময়ে বেশ গুরুগম্ভীর। অন্যদিকে সাইফের সঙ্গে কাজের প্রস্তুতি নেওয়ার অভিজ্ঞতা অন্য রকম। তবে দুজনের মধ্যেও একটি মিল রয়েছে বলে জানান জয়দীপ।
অভিনেতা বলেন, দুজনেই বড়মাপের তারকা, কিন্তু কখনই তা সহ-অভিনেতাদের বুঝতে দেন না। আগামী ২৫ এপ্রিল ওটিটিতে মুক্তি পাবে ‘জুয়েল থিফ দ্য হাইস্ট বিগিন্স’। সাইফ ও জয়দীপ ছাড়াও এ সিনেমায় রয়েছেন নিকিতা দত্ত, কুনাল কাপুর।