ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি কারামুক্ত হয়েছেন। বৃহস্পবিবার (২৪ অক্টোবর) তিনি কারাগার থেকে থেকে মুক্তি পেয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আদালতে জামিন পাওয়ার এক দিন পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার (২৩ অক্টোবর) তাকে আদালত তোশাখানা দুর্নীতি মামলায় তাকে জামিন দেন। ফলে ৯ মাস পর তিনি কারাগার থেকে মুক্তি পেলেন।
গত বছরের আগস্টে গ্রেপ্তারের পর এটি ইমরান খান ও তার পরিবারের জন্য সবচেয়ে বড় স্বস্তি এটি। এ ছাড়া গত বছরের জানুয়ারিতে বুশরা বিবি গ্রেপ্তার হয়েছিলেন। এরপর তারা আদিয়ালা কারাগারে ছিলেন। বর্তমানে ইমরান খান এ কারাগারেই রয়েছেন।
স্থানীয় টেলিভিশন চ্যানেলের ভিডিওতে দেখা গেছে, দুটি এসইউভিতে করে বুশরা বিবি বাসায় ফিরছেন। এ সময় তার সমর্থকরা গোলাপের পাপড়ি ছুড়ে অভ্যর্থনা জানাচ্ছেন।
বুশরা বিবির বিরুদ্ধে তোশাখানা মামলা ছাড়াও রিয়েল এস্টেট ডেভেলপারের কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগে একটি মামলা রয়েছে।
পিটিআইয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলা হয়েছে, আমরা বুশরা বিবিকে স্বাগত জানাই! আপনি জেলে থাকাকালীন অত্যন্ত কঠিন সময়, ঘৃণ্য প্রচারণা এবং চরিত্র হননের প্রচেষ্টার সম্মুখীন হয়েছেন।
২০২২ সালের এপ্রিলে সংসদে বিরোধীদের অনাস্থা ভোটে হেরে সরকার থেকে বিদায় নেন ইমরান খান। এরপর থেকে একের পর এক আইনি জটিলতায় মধ্যে রয়েছেন তিনি। বর্তমানে তার বিরুদ্ধে কয়েক ডজন মামলা রয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইমরান খান।

Discussion about this post