ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে সম্প্রতি কথোপকথন করতে দেখা গেছে। গত সপ্তাহে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের শেষকৃত্যে তাদের কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল এই ভিডিওতে ডাবিং করা ‘নকল’ ভয়েসওভার নতুন মাত্রা যোগ করেছে। আর নকল ভয়েস ওভারের ভিডিওটি নিজ এক্স অ্যাকাউন্টে পোস্ট করেছেন খোদ ডোনাল্ড ট্রাম্প।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায়শই তার বিরোধীদের উপহাস করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিম পোস্ট করে থাকেন। এবারও বাদ গেলেন না তিনি। জিমি কার্টারের শেষকৃত্যে বরাক ওবামার সঙ্গে কথোপকথনের ভাইরাল ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকসহ তাদের ‘নকল’ ভয়েসওভার দিয়ে সম্পাদনা করা ভিডিও পোস্ট করেছেন তিনি নিজেই।
ভিডিওতে ট্রাম্প বলছেন, ‘দ্বিতীয়বারের মতো তোমাকে দেখে খুব ভালো লাগল বারাক’। উত্তরে বারাক ওবামা বলেন, ‘অভিনন্দন। কেমন আছো?’ ট্রাম্প উত্তর দেন ‘এখন অনেক ভালো।’
গত ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের কমলা হ্যারিসের বিরুদ্ধে তার ভূমিধস জয়ের কথা উল্লেখ করে ওবামা আরও বলেন, ‘হ্যাঁ। আমি বাজি ধরছিলাম। জানতাম তুমি জিতবে।’
প্রতিক্রিয়ায় ট্রাম্প আরও বলেন, ‘ওহ তাই? আরে যে কেউ তাকে (কমলা হ্যারিস) হারাতে পারে।’
ট্রাম্প হিলারি ক্লিনটনকেও কটাক্ষ করেন। হিলারি ২০১৬ সালে তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছিলেন। তাকে নিয়ে ওবামাকে ওই ডাবিং ভিডিওতে বলতে শোনা গেছে, আমিও ঠিক ততটাই ভয় পেয়েছিলাম। তুমি জানো কী হয়েছিলে। সে চলে যেতে চাইছিল না। তুমি জানো কী হয়েছিল, আমি তাকে সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। সে ভয়াবহ ছিল।’
ট্রাম্প বলেন, ‘আমি জানি। তুমি কি জানো আমি কী বুঝতে পেরেছিলাম? হিলারি এখনও আমাকে অনেক ঘৃণা করে। আমি জানি সে আমাকে কখনো ভুলবে না।’
ভিডিওতে ট্রাম্পকে আরও বলতে শোনা গেছে ‘আমাদের এ বিষয়ে আলোচনার জন্য বসা উচিত।’
এর আগে, দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে এই ‘অপ্রত্যাশিত’ মুহূর্তের ছবিটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভাইরাল ছবিটি সম্পর্কে ট্রাম্প বলেছেন, ‘আমরা সম্ভবত একে অপরকে পছন্দ করি।’
প্রিন্ট করুন
Discussion about this post