Print Date & Time : 8 August 2025 Friday 11:53 am

কমলার আইকিউ কম: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট: আসন্ন মার্কিন নির্বাচনের সময় যতো ঘনিয়ে আসছে ততোই বাড়ছে ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের বাকযুদ্ধ। গতকাল রোববার (২৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্প বলেন, তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট পার্টির প্রার্থী কমলা হ্যারিস খুবই কম আইকিউসম্পন্ন।

এসময় নিজের বক্তব্যের শুরুতে ট্রাম্প বলেন, ‘চার বছর আগের চেয়ে কি এখন আপনারা ভালো আছেন?’ এ সময় জনতা সমস্বরে বলে ওঠে, ‘না।’ ট্রাম্প আরও বলেন, ৫ নভেম্বরের ভোটে জয়ী হলে অপরাধীদের হামলা থেমে যাবে।

ট্রাম্পের এই নির্বাচনী প্রচারের পর ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ই-মেইলে জানান, বিপজ্জনক বিভাজন ও অবমাননাকর বার্তার প্রতিফলন ঘটেছে এই নির্বাচনী সমাবেশে।

উল্লেখ্য, জনমত জরিপে ট্রাম্প ও কমলার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ২০২০ সালে হেরে যাওয়া মিশিগান অঙ্গরাজ্যের মুসলিম নেতাদের কাছ থেকেও এবার সমর্থন পাচ্ছেন ট্রাম্প। বর্তমানে এই অঙ্গরাজ্যের বেশ কিছু মুসলিম নেতার সমর্থন থাকায় এই রাজ্যে ট্রাম্পের জয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে।