Print Date & Time : 19 April 2025 Saturday 9:51 am

‘কমপক্ষে ৯৯% সম্পদ দান করব’—সন্তানদের জন্য মাত্র ১% রেখে যাবেন বিল গেটস

ডেস্ক রিপোর্ট: মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস জানিয়েছেন, তার বিপুল সম্পদের ৯৯ শতাংশেরও বেশি তিনি দান করে দেবেন এবং সন্তানদের জন্য রেখে যাবেন মাত্র ১ শতাংশেরও কম। তার মতে, সন্তানদের নিজ যোগ্যতায় সফল হওয়াই উচিত, পিতার গড়া সম্পদের উত্তরাধিকার হয়ে নয়।

সম্প্রতি ‘Figuring Out With Raj Shamani’ পডকাস্টে অংশ নিয়ে গেটস বলেন, ধনীদের সন্তানদের প্রতি দৃষ্টিভঙ্গি এবং সম্পদ ভাগাভাগির সিদ্ধান্ত মূলত পরিবারের মূল্যবোধের ওপর নির্ভর করে।

তিনি বলেন, এটা একেকজনের নিজস্ব সিদ্ধান্ত। আমার ক্ষেত্রে, সন্তানরা চমৎকার শিক্ষা ও সুযোগ পেয়েছে, কিন্তু সম্পদের এক শতাংশেরও কমই পাবে।

বিল গেটসের ভাষ্য, এটা কোনো রাজবংশ নয়, আমি তাদের মাইক্রোসফট চালাতে বলছি না। আমি চাই তারা নিজেরা উপার্জন করুক, নিজেদের পথ গড়ে তুলুক।”

বিল গেটস এবং তার সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের তিন সন্তান—ররি গেটস, জেনিফার গেটস নাসার ও ফিবি গেটস।

৬৯ বছর বয়সি এই ধনকুবের জানান, তিনি চান না তার সন্তানেরা বাবার ভাগ্যবান জীবন ও সাফল্যের ছায়ায় ঢাকা পড়ে যাক, বরং নিজেরাই হয়ে উঠুক গুরুত্বপূর্ণ ব্যক্তি।”

তবে তিনি এটাও বলেন, আপনার সন্তানদের প্রতি ভালোবাসা এবং সহায়তা যেন কখনো বিভ্রান্তিকর না হয়। তাদের উচিত শুরু থেকেই বুঝে ফেলা যে তারা অসাধারণ সুযোগ পাচ্ছে, তবে নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে।

বিল গেটসের মতে, তার সম্পদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার হলো—এই সম্পদকে ফিরে দেওয়া বিশ্বের সবচেয়ে প্রয়োজনী মানুষদের জন্য, যেটা তাঁর দাতব্য সংস্থার মাধ্যমে সম্ভব।

বর্তমান সম্পদ ও প্রেক্ষাপট

ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুযায়ী বিল গেটসের মোট সম্পদের পরিমাণ ১৫৫ বিলিয়ন ডলার। তার ১ শতাংশ মানে ১.৫৫ বিলিয়ন ডলার। যদিও তাঁর সন্তানরা পিতার মতো ধনকুবের হবে না, তবু তাঁদের এই সম্পদ বিশ্বের ধনীতম ১ শতাংশ মানুষের কাতারে ফেলবে।

দানে মনোযোগী আরও ধনকুবের

বিল গেটস একমাত্র প্রযুক্তি উদ্যোক্তা নন, যিনি তার সম্পদ সন্তানদের মাঝে ভাগ না করে দান করার পক্ষপাতী। অ্যাপলের প্রয়াত স্টিভ জবস এবং অ্যামাজনের জেফ বেজোসও উত্তরাধিকার সম্পদের চেয়ে দাতব্য কাজে জোর দিয়েছিলেন।

স্টিভ জবসের স্ত্রী লরিন পাওয়েল জবস ২০২০ সালে নিউইয়র্ক টাইমস–কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি তার স্বামীর রেখে যাওয়া বিলিয়ন ডলারের সম্পদ সন্তানেরা যেন না পায়, সেটাই চেয়েছেন। স্টিভ জবসের মৃত্যুর সময় তার মোট সম্পদ ছিল আনুমানিক ৭ বিলিয়ন ডলার।