ডেস্ক রিপোর্ট: লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহর লাশ কবর থেকে তুলে পূর্ণ সম্মানের মাধ্যমে পুনরায় দাফন করা হবে। আগামী ২৩ ফেব্রুয়ারি এই কর্মসূচি পালন করা হবে।
হিজবুল্লাহর বর্তমান প্রধান নাঈম কাশেম রোববার (২ ফেব্রুয়ারি) টেলিভিশন ভাষণে এমন ঘোষণা দেন।
নাঈম কাশেম বলেন, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ যখন নিহত হন, তখন পরিস্থিতি অনুকূলে ছিল না। সেজন্য ধর্মীয় রীতি অনুযায়ী অস্থায়ভাবে তাকে দাফন করতে হয়েছিল। এখন পরিস্থিতি যেহেতু পরিবর্তন হয়েছে, তাই আমরা তার দাফনের কাজ বড় পরিসরে আঞ্জাম দেব। এতে অনেক মানুষ উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর লেবানের রাজধানী বৈরুতে ইসরাইলের হামলায় নিহত হন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। এরপর দলটি হাসিম সাফিউদ্দিনকে নিজেদের প্রধান নিযুক্ত করে। কিন্তু এক সপ্তাহ পর তাকেও হত্যা করে ইসরাইল। এরপর তৃতীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নাঈম কাসেম।
খবর : দ্য নিউজ আরব

Discussion about this post