ডেস্ক রিপোর্ট: কক্ষপথে আরও একটি উপগ্রহ উৎক্ষেপ করলো ইরান। স্থানীয় সময় শনিবার (১৪ সেপ্টেম্বর) চামরান-১ নামের গবেষণা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে দেশটি। চলতি বছরের দ্বিতীয় সফল উপগ্রহ উৎক্ষেপণের ঘটনা এটি। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
উপগ্রহ উৎক্ষেপণের খবরটি এমন সময় এলো যখন ইরানের বিরুদ্ধে রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো। ধারণা করা হচ্ছে, কয়েক সপ্তাহের মধ্যেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধে সেগুলো ব্যবহার করবে রাশিয়া। তবে পশ্চিমাদের এমন অভিযোগ অস্বীকার করেছে ইরান।
রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, ইরানি ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ (সাইরান) উপগ্রহটি ডিজাইন ও নির্মান করেছে। এটি কক্ষপথের ৫৫০ কিলোমিটারে (৩৪০ মাইল) স্থাপন করা হয়েছিল।
জানুয়ারিতে ইরানি মিডিয়া জানিয়েছিল, সোরাইয়া উপগ্রহটি কক্ষপথের ৭৫০ কিলোমিটারে উৎক্ষেপণ করেছিল ইরান, যা এখন পর্যন্ত সর্বোচ্চ দূরত্ব।
মার্কিন সামরিক বাহিনী অভিযোগ করেছে, উপগ্রহগুলোকে কক্ষপথে রাখতে ব্যবহার করা দূর-পাল্লার ব্যালিস্টিক প্রযুক্তি তেহরানকে পারমাণবিক ওয়ারহেডসহ দূরপাল্লার অস্ত্র উৎক্ষেপণে সাহায্য করতে পারে।
তবে উপগ্রহ কার্যক্রমের আড়ালে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের উন্নয়নের অভিযোগ অস্বীকার করেছে তেহরান। দেশটি দাবি করেছে, তারা কখনও পারমাণবিক অস্ত্রের বিকাশের চেষ্টা করেনি।
ইরানে মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম ক্ষেপণাস্ত্র কর্মসূচি রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তিগত সমস্যার কারণে বেশ কয়েকটি উপগ্রহ উৎক্ষেপণে ব্যর্থ হয়েছে দেশটি।