Print Date & Time : 12 August 2025 Tuesday 1:54 am

ওয়াশিংটন থেকে গৃহহীনদের উচ্ছেদের ঘোষণা ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন থেকে গৃহহীনদের উচ্ছেদের পরিকল্পনা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি অপরাধীদের কারাবাসের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ ঘোষণা দেন। খবর এনডিটিভির।

ট্রাম্প লেখেন, ‘গৃহহীনদের অবিলম্বে সরাতে হবে। থাকার জায়গা দেয়া হবে, তবে রাজধানী থেকে অনেক দূরে। আর অপরাধীদের পাঠানো হবে কারাগারে।’

এই পোস্টের সঙ্গে তিনি রাজধানীর সড়কে থাকা তাঁবু ও আবর্জনার ছবি যুক্ত করেছেন। তার দাবি, এই পদক্ষেপ রাজধানীকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি নিরাপদ ও সুন্দর করে তুলবে।

কোন আইনি ক্ষমতা ব্যবহার করে ট্রাম্প গৃহহীনদের সরাবেন এ নিয়ে হোয়াইট হাউস এখনো কোনো ব্যাখ্যা দেয়নি। বর্তমানে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ কেবল ফেডারেল জমি ও ভবনের ওপর সীমাবদ্ধ।

শহরের গৃহহীনতা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান কমিউনিটি পার্টনারশিপ এর হিসাব মতে, ওয়াশিংটনে গৃহহীন একক ব্যক্তির সংখ্যা ৩ হাজার ৭৮২। এর মধ্যে প্রায় ৮০০ জন খোলা আকাশের নিচে এবং বাকিরা জরুরি আশ্রয়কেন্দ্র বা অন্তর্বর্তীকালীন আবাসনে থাকেন।

এই ঘোষণার পেছনে সরাসরি প্রভাব ফেলেছে সাম্প্রতিক এক সহিংস ঘটনা। কয়েকদিন আগে এক তরুণ প্রশাসনিক কর্মকর্তার ওপর হামলা চালানো হয়, যা ট্রাম্পকে ক্ষুব্ধ করে। এর পরই ডিসিতে অতিরিক্ত ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

তবে, ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসারের দাবি, রাজধানীতে এখন অপরাধের সংখ্যা আগের তুলনায় কম। ২০২৫ সালের প্রথম সাত মাসে সহিংস অপরাধ কমেছে ২৬ শতাংশ এবং সামগ্রিক অপরাধ কমেছে প্রায় ৭ শতাংশ। তিনি আরও বলেন, প্রয়োজনে প্রেসিডেন্ট ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে শহরে।